- মার্চ ২৮, ২০২৩
- লিড নিউস
- 266
নিউজ ডেস্কঃ সিলেটে নিত্য প্রয়োজনীয় পণ্যে ভেজাল দেওয়া বন্ধ করতে ভেজাল বিরোধী অভিযান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সিলেট নগরীর উপশহর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে উপশহর এলাকার ফিজা এন্ড কোম্পানীর সো রুমকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দামের ঊর্ধ্বগতি ঠেকাতে এ অভিযান চালায় প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার দুপুরে উপশহর এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের কর্মকর্তারা জানান, রমজানকে সামনে রেখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দোকানে মূল্য তালিকা না থাকা, খাদ্যে ভেজাল থাকায় জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়েছে। রমজানে যাতে কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য এই অভিযান রমজানের প্রতিদিনই চলবে বলে জানা তিনি।