- এপ্রিল ৩, ২০২৩
 - শীর্ষ খবর
 - 325
 
			          হবিগঞ্জ প্রতিনিধিঃ স্বাধীনতার ৫২ বছর পর পাকিস্তানি হানাদার বাহিনীর ব্যবহৃত একটি টুপি মিলেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।
উপজেলার সুরমা চা বাগানের বাসিন্দা ও মুক্তিযুদ্ধের সংগঠক নন্দলাল মুণ্ডার বাড়িতে এটি পাওয়া যায়।
শনিবার (১ এপ্রিল) শায়েস্তাগঞ্জ জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সেখান থেকে টুপিটি সংগ্রহ করেন।
ওই শিক্ষক গণহত্যা, নির্যাতন ও মুকিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের হয়ে ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুনের তত্ত্বাবধানে জরিপ কাজ করছেন। একাত্তরে গণহত্যার তথ্য সংগ্রহ করতে গিয়ে এই ধাতব টুপির সন্ধান পান।
আব্দুল্লাহ আল মামুন জানান, মুক্তিযুদ্ধকালীন নন্দলাল মুন্ডাসহ মুক্তিবাহিনীর একটি দল সাতছড়ি বনাঞ্চলে পাক বাহিনীর দুটি ট্রাক থেকে অস্ত্র ও গোলাবারুদ ছিনিয়ে আনেন। পরে অস্ত্রগোলাবারুদ জমা দিলেও নন্দলাল মুণ্ডা স্মৃতিচিহ্ন হিসেবে টুপিটি রেখে দিয়েছিলেন।
নন্দলাল মুণ্ডা বলেন, স্বাধীনতা সংগ্রামের পর ৫২ বছর ধরে এই স্মৃতিটি আমার ঘরে ছিল। এটিকে জাদুঘরে হস্তান্তর করতে পেরে আমি আনন্দিত। পরবর্তীত প্রজন্ম এই টুপিটি দেখলে একাত্তরে আমাদের ত্যাগ-তিতীক্ষার কথা মনে করবে।
