- এপ্রিল ৮, ২০২৩
- লিড নিউস
- 184
নিউজ ডেস্কঃ সিলেটে অবস্থান কর্মসূচিতে যোগ দিতে সিলেটে আসার পথে বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস। পুরনো একটি মামলায় তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো বলে জানিয়েছে পুলিশ।
অপর দিকে বিএনপির এক শীর্ষনেতা জানান, খন্দকার আব্দুল মুক্তাদির উক্ত মামলায় জামিনে রয়েছেন, উক্ত জামিনের রিকলের কাগজ নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আশা করি দ্রুতই তিনি মুক্ত হবেন।