• এপ্রিল ৮, ২০২৩
  • মৌলভীবাজার
  • 206
মৌলভীবাজারে বিএনপি-জামায়াতের ‘অপরাজনীতির’ বিরুদ্ধে আ.লীগের শান্তি সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিএনপি ও জামায়াতের দেশবিরোধী ষড়ষন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমানের নেতৃত্বে দুপুরে শহরে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি শান্তি মিছিল বের হয়ে এম সাইফুর রহমান রোডে এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে এম সাইফুর রহমান রোড এলাকায় শান্তি সমাবেশ সংক্ষিপ্ত আলোচনার বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমর হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ফজলুর রহমান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।

এছাড়াও শান্তি সমাবেশ উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী।

এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ ও শ্রমিকলীগের দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।