• এপ্রিল ১৮, ২০২৩
  • জাতীয়
  • 471
ঈদে সারা দেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্কঃ গত কয়েকদিনের গরমে অতিষ্ট দেশবাসী। এর মধ্যে গতকাল সিলেট অঞ্চলে বৃষ্টির দেখা মিলেছে। এদিকে দেশের আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। ঈদের সময়ে সারা দেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার আবহাওয়াবিদ আব্দুল মান্নান এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমান তাপমাত্রার প্রভাব ঈদের সময়েও থাকবে। তবে ঈদের সময় তাপমাত্রা এত বেশি থাকবে না। অনেকটাই কমে যাবে। ইতোমধ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে। বাংলাদেশের অভ্যন্তরে মেঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। সে অর্থে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে।’

ঈদের সময়ে দেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন,‘ ২৩ ও ২৪ এপ্রিল বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বায়ুমন্ডলে জলীয়বাষ্পের উপস্তিতি বেড়েছে। এই কারণে বৃষ্টি হলেও ভ্যবসা গরমের অনুভূতি থেকেই যাবে। সব মিলিয়ে ঈদের সময়ে সারা দেশেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও বলেন, ২৩ ও ২৪ এপ্রিল ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি থেমে গেলে যখন রোদ উঠবে তখন আবার গরমের অনুভূতি বাড়বে। এ সময় বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস ও বজ্রপাত থাকবে। দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চলে এবং মধ্যাঞ্চলে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।’