- এপ্রিল ২৪, ২০২৩
- শীর্ষ খবর
- 195
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের পাশে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিন্টুস গোপ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিন্টুস গোপ হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত মনোরঞ্জন গোপের ছেলে।
আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক জানান, সন্ধ্যার দিকে চানপুর চা বাগানের পাশে ফাঁকা রাস্তায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মিন্টুস গোপ নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ ঘটনায় দুই মোটরসাইকেলের আরও পাঁচ আরোহী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও দুজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করেছে পুলিশ।