• মে ৩, ২০২৩
  • জাতীয়
  • 191
আবারও ৩ দিনের ছুটিতে যাচ্ছে দেশ

নিউজ ডেস্কঃ ঈদের ছুটি কাটিয়ে অবশেষে সরগরম হয়েছে অফিস পাড়া। গতকাল ২ মে থেকে রাজধানীকে চিরচেনা রূপে দেখা গেছে। যদিও আবারও তিন দিনের ছুটি শুরু হচ্ছে কাল থেকে।

আগামীকাল বৃহস্পতিবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষ্যে সরকারি ছুটি থাকবে। এরপর শুক্র ও শনিবার রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে আবার তিনদিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ১৯ এপ্রিল থেকে টানা পাঁচ দিনের ছুটি শেষে ২৪ এপ্রিল খুলেছে সরকারি অফিস-আদালত। তবে অনেকে ঐচ্ছিক ছুটি কাটিয়ে আরও কয়েকদিন পরে কর্মস্থলে ফেরেন। ফলে ঈদের পর পুরো সপ্তাহ কেটে যায় ছুটির আমেজে। অনেকে আবার অতিরিক্ত একদিন ছুটি নিয়ে একেবারে ২ মে এসে অফিসে যোগ দেন।

মে দিবসের ছুটি শেষে গতকাল মঙ্গলবার (২ মে) এবং আজ বুধবার (৩ মে) দুদিন অফিস খোলা। আগামীকাল আবার বন্ধ। বলা যায়, ঈদ পর থেকেই ছুটির আমেজে রয়েছেন সরকারি চাকরিজীবীরা।

অবশ্য এরপর ঈদুল আজহার আগে সাপ্তাহিক ছুটি বাদে আর কোনো সরকারি ছুটি নেই।

২০২৩ সালে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোর ছুটির তালিকায় দেখা যায়, এ বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে।