- মে ৪, ২০২৩
- শীর্ষ খবর
- 352
 
			          হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলায় জহিরুল হত্যা মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০৩ মে) রাতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া এ তথ্য নিশ্চত করেছেন। এর আগে পুলিশের একটি দল ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ও মোড়াকরি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হিরাই মিয়া, তার ভাই মোতালিব আব্দুল্লাহ ও ভাতিজা নাজমুল মিয়া।
পুলিশ জানায়, ইউপি সদস্য হিরা মিয়ার সঙ্গে সাবেক সদস্য মুজিবুর রহমানের পূর্ব বিরোধ ছিল। গত ২৬ এপ্রিল দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে মুজিবুর রহমান পক্ষের জহিরুল ইসলাম নিহত হন। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়।

 
             
				       
				       
				      