• মে ১১, ২০২৩
  • শীর্ষ খবর
  • 209
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃস্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃস্ট হয়ে শাহ তানজিম (১৬) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সনজিৎ চন্দ্র নাথ এ নিশ্চিত করেন।

নিহত তানজিম ওই উপজেলার চাটপাড়া গ্রামের শাহ ইকবাল মিয়ার ছেলে। সে চাটপাড়া আইডিয়াল একাডেমির নবম শ্রেণির ছাত্র ছিল।

এসআই সনজিৎ চন্দ্র নাথ জানান, তানজিমদের বাড়ির পাশের একটি মসজিদে গভীর নলকূপ বসানোর কাজ চলছিল। সেখানে স্থাপিতে পানির পাম্পে বিদ্যুৎস্পৃস্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।