- মে ১১, ২০২৩
- শীর্ষ খবর
- 189
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলায় মাদক কারাবারে জড়িত থাকার অভিযোগে এক পুলিশ সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১০ মে) বিকেলে উপজেলার ধুলিয়াখাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান।
গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মোস্তাফিজ বিল্লাহ হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। সুনামগঞ্জের ইদুরকোনা গ্রামের সামছুল হকের ছেলে তিনি।
অন্য চারজন হলেন – বানিয়াচং উপজেলার কুমড়ি গ্রামের মুখলেছুর রহমান অপু, সালমান মিয়া, সামছুল হক এবং নুরুল হক।
এসআই মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল। মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।