- মে ১৭, ২০২৩
- মৌলভীবাজার
- 268
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বজ্রপাতে এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। ওই চা-শ্রমিকের নাম মতি কানু (৪২)। তিনি লংলা চা-বাগানের স্থায়ী শ্রমিক ছিলেন। থাকতেন চা-বাগানের পাশের বাজার লাইন এলাকায়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মতি কানুর একমাত্র সন্তান শ্রাবণী কানু এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। আজ সকালে তার ভূগোল বিষয়ের পরীক্ষা ছিল। মতি মেয়েকে পাশের আলী আমজদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দিয়ে গবাদিপশুর খাবারের জন্য বাগানের পানিকুচি লেক এলাকায় ঘাস কাটতে যান। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁর লাশ বাড়িতে পৌঁছে দেন।
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালিক মুঠোফোনে বলেন, বজ্রপাতে মতি কানুর শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।