• মে ২৩, ২০২৩
  • সিলেট
  • 238
সিলেটে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী আজিজের উপর সন্ত্রাসীদের হামলা

নিউজ ডেস্কঃ সিলেটে নগরীতে চাঁদা না দেওয়ায় আব্দুল আজিজ নামে এক ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।

মঙ্গলবার (২৩ মে) সকালে নগরীর শাহী ঈদগাহ রায়নগর মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

গুরুতর আহতাবস্থায় তাকে নগরীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ী আজিজ নগরীর শাহী ঈদগাহ বাজারের স্টার প্লাস্টিকের স্বত্বাধিকারী।

আহত ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আব্দুল আজিজের কাছ থেকে বেশ কিছুদিন ধরে আফতাব ও পিযুষ বাহিনীর সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছিল। দিনে দিনে চাঁদার পরিমান মোটা অঙ্কের হওয়ায় তিনি দিতে অপারগতা প্রকাশ করলে তারা হুমকি দিয়ে যান। এ সময় প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ মে) সকালে নগরীর শাহী ঈদগাহ বাজার থেকে কিছুটা দুরে রায়নগর বাজার মোড়ে আফতাব ও পিযুষ বাহিনীর সন্ত্রাসীরা আব্দুল আজিজকে মারধর করে। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা আজিজকে মারধর করে অচেতন হয়ে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর ইবনেসিনা হাসপাতালে ভর্তি করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম হোসেন বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের করা হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।