• মে ২৫, ২০২৩
  • লিড নিউস
  • 330
নির্বাচনে অনিয়ম হলে যুক্তরাষ্ট্র শাস্তি দেয়ার কে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাংলাদেশের নির্বাচনে কেউ অনিয়ম করলে, বাধা দিলে তাদের শাস্তির আওতায় আনা হবে। নির্বাচন কমিশনে এ বিধান আছে। যুক্তরাষ্ট্র শাস্তি দেয়ার কে। সুতরাং এখানে ভয়ের কিছু নেই।’

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এফআইভিডিবির সভাকক্ষে ‘সুনামগঞ্জ হাওর এলাকার সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশ স্বাধীন। আমরা আমাদের স্বার্থের বিবেচনায় কাজ করব। এখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো মুখোমুখি বিবাদ নেই।’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর প্রসঙ্গে তিনি বলেন, ‘পেঁয়াজ আমদানি শুরু হয়ে গেছে। বাংলাদেশে যারা পেঁয়াজের সিন্ডিকেট করেছেন, তাদের পেঁয়াজ এখন পচে নষ্ট হয়ে যাবে। তাই এখনও সময় আছে, কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করুন।’