- মে ২৮, ২০২৩
- বিজ্ঞপ্তি
- 457
নিউজ ডেস্কঃ সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন আওযামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
আজ রোববার (২৮মে) সকালে মেয়র আরিফের কুমারপাড়াস্ত বাসভবনে সাক্ষাত করতে যান আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় থাকে স্বাগত জানান মেয়র আরিফ ও তার স্ত্রী শ্যামা হক।
দুই নেতা শুভেচ্ছা বিনিময় শেষে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, আরিফুল হকের দোয়া সমর্থন ও সার্বিক সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য, আরিফুল হক চৌধুরী এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচন অংশ নিচ্ছেন না। গত ২০মে রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রার্থী না হওয়ার ঘোষণা দেনন।
৪২টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। ২৩মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এরপর ২৫মে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। আজ রোববার আপিলের শেষ তারিখ ছিলো। ১ জুনের আগে আপিল নিষ্পত্তি করা হবে এবং ওইদিনই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।