- জুন ৩, ২০২৩
- শিক্ষাঙ্গন
- 259
নিউজ ডেস্খ: গুচ্ছের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। এতে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয় (শাবি) কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৯৪ দশমিক ৬৭ শতাংশ। ৬০৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫৭১৭ জন। অনুপস্থিত ছিল ৩২২ জন শিক্ষার্থী।
শনিবার দুপুর দেড়টায় শাবি ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত শাবিসহ দেশের ১৯টি কেন্দ্রে একযোগে গুচ্ছের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শাবি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোন ধরনের জালিয়াতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত শনিবার ২৭মে সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে শাবিপ্রবি কেন্দ্রে ৯৪৪ শিক্ষার্থীর মাঝে অনুপস্থিত ছিল ২১জন। এছাড়া ২০ মে শনিবার একই কেন্দ্রে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।