• জুন ১৩, ২০২৩
  • লিড নিউস
  • 232
হবিগঞ্জে ট্রমা সেন্টার ভবন উদ্বোধন হলেও নেই চিকিৎসা

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরী চিকিৎসার জন্য নির্মিত ট্রমা সেন্টার দশ বছরেও চালু হয়নি।

জানা গেছে, সরকারের গণপূর্ত বিভাগ ২০১৩ সালে ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ট্রমা সেন্টার নির্মাণের কাজ শেষ করে।

স্থানীয়রা জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে নবীগঞ্জের আউশকান্দি পর্যন্ত স্থান ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর এ অংশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় শতাধিক মানুষ। ট্রমা সেন্টারটি চালু হলে মৃত্যুসংখ্যা আরও কমতে পারতো।

স্বাস্থ্য বিভাগ জানায়, গণপূর্ত বিভাগ ভবন নির্মাণের দশ বছর পর গত ৮ জুন ভবনটি স্বাস্থ্য বিভাগকে হস্তান্তর করেছে। তারা গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ করে দিয়েছে।

হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। কিন্তু জনবল নিয়োগ না হওয়ায় সেখানে এখনও কোনো সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল দাশ বলেন, ভবন বুঝে পাওয়ার পরদিনই আমরা জনবল নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পত্র দিয়েছি। এ প্রক্রিয়ার পর ট্রমা সেন্টারটি চালু করা সম্ভব।