- জুন ১৪, ২০২৩
- শীর্ষ খবর
- 229

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাইয়ে বাড়ির উঠানে রোদে শুকাতে দেওয়া জিনিসপত্র আনতে গিয়ে বজ্রপাতে আয়েশা খাতুন (৪৫) নামে এক নারী আহত হয়েছেন।
বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সিংহগ্রামে এ ঘটনা ঘটে।
আহত আয়েশা খাতুন ওই গ্রামের কৃষক আব্দুন নূর মিয়ার স্ত্রী। তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আয়েশা খাতুন সকালে তাদের বাড়ির উঠানে জিনিসপত্র শুকাতে দেন। ১০টার দিকে আকাশে মেঘ জমে অন্ধকার হয়ে আসছিল।
বৃষ্টি হতে পারে ভেবে তিনি উঠান থেকে কাপড়গুলো আনতে যান। এমন সময় বিকট শব্দে বজ্রপাত ঘটে। সঙ্গে সঙ্গে একটি চিৎকার দিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা বলেন, বজ্রপাতে আহত নারী যদি আবেদন করেন, তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সরকারি সহায়তা দেওয়া হবে।