- জুলাই ৩, ২০২৩
- লিড নিউস
- 227
নিউজ ডেস্কঃ সিলেটে চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গত ২৪ ঘণ্টায়। গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩০৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে নগরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি বেশি হওয়ায় নদ-নদীর পানিও বেড়েছে। তবে কোথাও বিপৎসীমা অতিক্রম করেনি।
সিলেট আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা আছে।
এদিকে ভারী বৃষ্টির কারণে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। প্রধান সড়কসহ পাড়ামহল্লায় পানি জমেছে। নগর ঘুরে দেখা গেছে, লামাবাজার, কুয়ারপাড়, চৌকিদেখি, বাদামবাগিচা, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, শিবগঞ্জ, দক্ষিণ সুরমার কদমতলীসহ বিভিন্ন এলাকায় পানি জমেছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সিলেটের সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে রোববার সন্ধ্যা ৬টা থেকে ১ সেন্টিমিটার পানি বেড়ে আজ সকাল ৯টায় ১১ দশমিক ৬৬ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। নদীর ওই পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার।
কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক শূন্য ৫ সেন্টিমিটার। ওই পয়েন্টে আজ সকাল ৯টায় ১০ দশমিক ৬৮ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল।
নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার। গতকাল সন্ধ্যা ছয়টায় নদীর ওই পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছিল ৯ দশমিক ১৫ সেন্টিমিটার উচ্চতায়। আজ সকাল ৯টায় নদীর ওই পয়েন্টে পানিপ্রবাহের পরিমাণ জানাতে পারেনি পাউবো।
সিলেটের লুভা নদীতে পানি গতকাল সন্ধ্যা ৬টায় ১১ দশমিক ৯৬ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজ সকাল ৯টায় ১২ দশমিক শূন্য ৭ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।
সারি নদের সারিঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৩৫ সেন্টিমিটার। সেখানে গতকাল সন্ধ্যা ৬টায় ছিল ১০ দশমিক শূন্য ৮০ সেন্টিমিটার, আজ সকাল ৯টায় পানি প্রবাহিত হচ্ছিল ১১ দশমিক ৭৫ সেন্টিমিটার দিয়ে।
ধলাই নদের পানি গতকাল সন্ধ্যা ৬টায় ১০ দশমিক ২২ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেখানে আজ সকাল ৯টায় ১০ দশমিক ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
সিলেট পাউবোর নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, সিলেটে বৃষ্টির কারণে নদ-নদীর পানি বেড়েছে; তবে থেমে থেমে বৃষ্টি হওয়ায় পানি নামার সময় পাচ্ছে। বৃষ্টির কারণে নদ-নদীর পানি বেড়েছে। সকাল ৯টার তথ্য অনুযায়ী পানি বিপৎসীমা অতিক্রম করেনি।