• জুলাই ৫, ২০২৩
  • শীর্ষ খবর
  • 121
সিলেটে সমাবেশের অনুমতি চেয়ে এসএমপিতে জামায়াতের আবেদন

নিউজ ডেস্ক: দশ দফা দাবিতে আগামী শনিবার (১৫ জুলাই) সিলেটে সমাবেশ করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অনুমতি চেয়ে আবেদন করেছে জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা।

বুধবার (৫ জুলাই) বিকেলে পাঁচ সদস্যের প্রতিনিধি দল জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সেক্রেটারী মো. শাহজাহান আলী স্বাক্ষরিত আবেদনপত্রটি এসমপিতে জমা দিয়েছেন।

পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সেক্রেটারী মো. শাহজাহান আলী।

প্রতিনিধি দলের অন্যরা হচ্ছেন- সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, সিলেট বারের সিনিয়র আইনজীবী আজিম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল খালিক।

জামায়াতের আবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর উদ্যোগে কেয়ারটেকার সরকার পুণঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম ওলামার মুক্তি সহ দশ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৫ জুলাই ২০২৩ ইং শনিবার দুপুর ২টায় সিলেট সাব রেজিষ্ট্রার মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচী আমরা সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

সিলেট মহানগর শাখার সেক্রেটারী মো. শাহজাহান আলী সিলেটটুডেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহজাহান আলী বলেন, ‘সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন না। আমরা অন্য একজন কর্মকর্তার কাছে আবেদন জামা দিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন কমিশনার আসলে তারা বসে সিদ্ধান্ত নিয়ে জানাবেন। তবে আমরা আশা করছি তারা আমাদের সমাবেশের অনুমতি দেবেন। আমরা শান্তিপূর্ণ একটি সমাবেশ করতে চাই।’