- জুলাই ১০, ২০২৩
- শীর্ষ খবর
- 242
নিউজ ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে নৌকাডুবে নিখোঁজ পাথর শ্রমিক আফিক মিয়ার (৪৩) মরদেহ তিনদিন পর ভেসে উঠেছে।
সোমবার (১০ জুলাই) সকালে ধলাই নদীর ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে সাদাপাথর এলাকা থেকে পাথর আনতে গিয়ে নৌকাডুবে নিখোঁজ হয়েছিলেন আফিক। তার বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আফিক মিয়াসহ চারজন শ্রমিক কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকায় পাথর আনতে গিয়েছিলেন। প্রবল স্রোতে নৌকা ডুবে গেলে অন্য তিনজন সাঁতার কেটে পাড়ে উঠলেও তলিয়ে যান আফিক।
এরপর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে আফিকের মরদেহ ধলাই নদের রোপওয়ে বাংকারের পূর্বপাশে ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ সোমবার সকালে ধলাই নদীতে ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।