- জুলাই ১৩, ২০২৩
- শীর্ষ খবর
- 285

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর।
তার নাম পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ।
তিনি জানান, অটোরিকশাটি নবীগঞ্জ থেকে হবিগঞ্জ জেলা সদরে যাচ্ছিল। পথে ইমামবাড়ি এলাকায় পৌঁছালে সামনে থাকা দুটি মোটরসাইকেল হঠাৎ গতি কমিয়ে দেয় এবং অটোরিকশাটি দ্রুত নিয়ন্ত্রণ করতে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে অটোরিকশার চালক ও যাত্রীরা আহত হন। এ অবস্থায় তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।