- জুলাই ১৮, ২০২৩
- জাতীয়
- 273
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদ ভাঙবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও ফিরে আসবে না।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের রাস্তায় মঙ্গলবার দলের ‘শান্তি ও উন্নয়ন শুভাযাত্রা’র আগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে কাদের বলেন, ‘এ দেশে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না। বিএনপি এসব দাবিতে যে বিদেশিদের কাছে নালিশ দিয়েছিল, তারাও এ বিষয়ে আগ্রহ দেখায়নি।’
তিনি বলেন, ‘নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নই ওঠে না। নির্বাচনের আগে সংসদ ভাঙবে না, তত্ত্বাবধায়কও হবে না।’
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বলেন, ‘তাদের (ইইউ ও যুক্তরাষ্ট্র) কাছে দাবি করে কে? বিএনপি। কী পেয়েছে? একটা হাঁসের ডিম, ঘোড়ার ডিম। তারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা বলেনি। আদালত অনেক আগেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘মির্জা ফখরুল আজকে কী বলেছেন? পদযাত্রা জয়যাত্রা, বিজয়যাত্রা। আসলে পদযাত্রা হলো পরাজয়যাত্রা আর পতনযাত্রা।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলামসহ অনেকে।
আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, বিএনপি সন্ত্রাসী দল। এ সন্ত্রাসী দল মঙ্গলবার সকালে মিরপুরে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা করেছে, মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। তাদের রাজপথে মোকাবিলা করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।