- জুলাই ২০, ২০২৩
- লিড নিউস
- 127
নিউজ ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে ৬জন ও ওসমানী মেডিক্যাল হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পর্যটকদের বহনকারী মাইক্রোবাস সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাঁও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ে সামনে যাওয়া মাত্রই চাকা ব্লাস্ট হয়ে সিলেট গামী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক নারীসহ ৬ জনের মৃত্যু হয়।
নিহত ৭ জনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. কালন মিয়া (৩০), একই উপজেলার ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের ইদ্রিস আলী কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে কাজি মাওলানা আমির উদ্দিন। আমির কোম্পানীগঞ্জের পারোয়া-আনোয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক,
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে এক নারীসহ ৬জন মারা গেছেন। আর হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন।