- আগস্ট ৫, ২০২৩
- আন্তর্জাতিক
- 208
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ত্রিপুরা এবং উত্তর-পূর্ব অন্য রাজ্যের ব্যবসায়ীদের জন্য চারটি ট্রান্সশিপমেন্ট রুট অনুমোদন দিয়েছ বাংলাদেশ।
দেশটির কর্মকর্তাদের বরাতে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই)।
এই চার রুট হলো চট্টগ্রাম বন্দর-আখাউড়া-আগরতলা, মোংলা বন্দর-আখাউড়া-আগরতলা, চট্টগ্রাম-বিবিরবাজার-শ্রীমন্তপুর এবং মোংলা বন্দর-বিবিরবাজার-শ্রীমন্তপুর।
বাংলাদেশের পক্ষে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। তবে ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্ত্বনা চাকমা প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারত ও বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে, যাতে ভারতীয় ব্যবসায়ীরা পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করতে পারেন।
শান্ত্বনা চাকমা বলেন, বাংলাদেশ সরকার ত্রিপুরা ও অন্য উত্তর-পূর্ব রাজ্যগুলো থেকে পণ্য পরিবহনের জন্য চারটি রুট ঘোষণা করেছে।
ত্রিপুরা রাজ্যের শিল্প ও বাণিজ্য পরিচালক বিশ্বশ্রী বি বলেন, রুটগুলোতে পণ্য পরিবহনের ভালো সম্ভাবনা রয়েছে।
শান্ত্বনা চাকমা জানিয়েছেন, ত্রিপুরা স্থানীয় পর্যায়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য ৯টি সীমান্ত হাট বসানোর পরিকল্পনা করছে।