- আগস্ট ৮, ২০২৩
- শীর্ষ খবর
- 124
নিউজ ডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) পেছানো অথবা ৫০ মার্কে পরীক্ষা নেওয়ার দাবিতে সিলেটে বিক্ষোভ করেছে শিক্ষাথীরা। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে বৃষ্টিতে ভিজে নগরের চৌহাট্টা এলাকায় প্রায় আড়াই ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে সড়কজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ কর্মসূচীতে সিলেটের বিভিন্ন কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা আড়াইটার দিকে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সব প্রস্তুতি শেষ করেছে শিক্ষাবোর্ডগুলো। ইতোমধ্যে প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে। এরমধ্যে পরীক্ষাটি পেছানোর দাবিতে সোমবার থেকে বিক্ষোভ, রাস্তা অবরোধ করেছেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একই দাবিতে বুধবার সিলেটে রাস্তায় নামে শিক্ষার্থীরা।
আন্দোলকারী শিক্ষার্থী নাভিদ হাসান বলেন- আমরা সিলেবাস সম্পূর্ণ করতে পারিনি। আমাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। তাই পরীক্ষা পেছাতে হবে, নতুব যেসব বিষয় ১০০ মার্কের সেগুলোতে ৫০ মার্ক করতে হবে। দাবী পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তিনি।
অবস্থান কর্মসূচি পালনকালে সড়কে যানজটের সৃষ্টি হলে কোতোয়ালি থানাপুলিশ এসে শিক্ষার্থীদের সরিয়ে দিতে চায়। তবে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা এসময় তাদের দাবি না মানা হলে সড়ক থেকে উঠবেন না বলে জানান। এসময় পুলিশ লিখিতভাবে বিষয়টি সংশ্লিষ্টদের জানাতে অনুরোধ করে এতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করলে শিক্ষার্থীরা কর্মসূচিস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন- ‘শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেয়ার ফলে সড়কজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়ক বন্ধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এসময় ছাত্র-ছাত্রীরা তাদের পরীক্ষা পেছানোর দাবি জানান।
ওসি বলেন, পরীক্ষা পেছানোর ব্যাপারে আমাদের করণীয় কিছু নেই। তবে শিক্ষার্থীরা লিখিত বা স্বারকলিপি দিলে আমরা সংশ্লিষ্ঠ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পৌঁছে দেয়ার আশ্বাস দেই। এই আশ্বাসের প্রেক্ষিতে ছাত্র-ছাত্রীরা কর্মসূচি স্থগিত করে সড়ক ছেড়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।