- আগস্ট ৩০, ২০২৩
- বিজ্ঞপ্তি
- 287
নিউজ ডেস্কঃ সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ এমদাদ রহমানের নেতৃত্বে তেলিহাওর ব্লক সেচ্ছাসেবক লীগের মিছিল সহকারে শোক র্যালিতে যোগদান করে।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে নগরীর তেলিহাওর থেকে মিছিলটি শুরু হয়ে ঐতিহ্যবাহী রেজিস্টারি মাঠে শোক র্যালিতে মিলিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত শোক র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শেষ হয়।
এমদাদ রহমানের নেতৃত্বে যোগদানকৃত মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক, সাংগঠনিক সম্পাদক রওনক আহমদ, সমাজসেবা সম্পাদক জাবেদ আহমদ, সদস্য জনি চন্দ্র দাস, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক সহ সভাপতি সাইফুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক নয়ন চৌধুরী সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।