- আগস্ট ৩০, ২০২৩
- সিলেট
- 201
নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির নতুন অন্তর্ভুক্ত ৩৫ নং ওয়ার্ডে জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠনের লক্ষ্যে সিলেট মহানগর মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে খাদিমপাড়ায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভানেত্রী নিগার সুলতানা ডেইজীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা শাফিয়া খাতুন মনির পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভানেত্রী ভিপি সামিয়া বেগম চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন- মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী আসমা আলম, সহ-সভানেত্রী তানিয়া রহমান, খাদিমপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার ফাতেমা আক্তার পারুল, শামীমা আফরুজ, জাসমিন আক্তার, আয়শা বেগম, লাভলী বেগম, জোসনা আক্তার, জান্নাতুল ফেরদৌস, বিলকিস বেগম, পারভীন খানম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি সামিয়া চৌধুরী বলেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর আর্ত সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে সর্বপ্রথম মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। বেগম খালেদা জিয়া নারীদের সুশিক্ষিত করার জন্য উচ্চ মাধ্যমিক পর্যায়ে বৃত্তি চালু করেন।
দেশে আজ দুঃশাসন চলছে উল্লেখ করে একটি নিরপেক্ষ সাধারণ নির্বাচন আয়োজন করার দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জন্য উপস্থিত মহিলাদের প্রতি তিনি আহ্বান জানান।