• সেপ্টেম্বর ১৫, ২০২৩
  • লিড নিউস
  • 74
জকিগঞ্জ সড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজ ডেস্কঃ সিলেটের জকিগঞ্জ উপজেলা বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে জকিগঞ্জ উপজেলার শাহবাগের মহিদপুর এলাকার ব্রীজের পাশে এ দুর্ঘটান ঘটে। নিহতরা হলেন কানাইঘাটের সুতারগাও এলাকার বাসিন্দা ও কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আহমদের ছেলে মেহদি (৩০) এবং একই এলাকার সৌদি প্রবাসী বুলবুল মিয়ার ছেলে রাহাদ (২৯)। তরা সম্পর্কে চাচাতে ভাই।

জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালের দিকে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। মরদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •