- নভেম্বর ৫, ২০২৩
- মৌলভীবাজার
- 348
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে পিকেটিং ও বিক্ষোভ করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (৫ নভেম্বর) সকালে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়কের জুগিডর এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয়।
এতে অংশ নেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, কনকপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আহমেদ, তায়েফ আহমেদ প্রমুখ।
মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান বলেন, সরকার পতনের একদফা আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মী রা রাজপথে অবস্থান করবে। এরই মধ্যে সরকার আন্দোলনের ভয়ে সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলায় ছাত্রদলের অনেকে আটক করে মিথ্যা সাজানো মামলায় কারাগারে পাঠিয়েছে। মামলা হামলা করে জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনা ও নির্দলীয় দল নিরপেক্ষ সরকারের আন্দোলন কিছুতেই দমাতে পারবে না।