- ডিসেম্বর ২, ২০২৩
- শীর্ষ খবর
- 212
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাছাই রোববার (৩ ডিসেম্বর)। এরইমধ্যে বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫৫ প্রার্থী।
বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।
সিলেটের ৬টি আসনে ৪৮ জন, সুনামগঞ্জের ৫টি আসনে ৪০ জন, মৌলভীবাজারের ৪টি আসনে ৩২ জন ও হবিগঞ্জের ৪টি আসনে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এরমধ্যে বিভাগের ১৯টি আসনের ১৭টিতেই মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগ নেতারা স্বতন্ত্রের মোড়কে প্রার্থী হয়েছেন। শুধু সিলেট-৪ ও হবিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থীর বিপক্ষে কেউ স্বতন্ত্র প্রার্থী হননি।
এছাড়া, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, জাসদ, গণফোরাম, ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ সংগ্রেস, জাকের পার্টি, বিকল্পধারা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে।
সিলেট-১ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ২টি মনোনয়ন জমা দেন। তার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক তিনবারের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
সিলেট-২ আসনে ১৪ জন মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান এবং ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল।
এছাড়া জাতীয় পার্টি, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী, গণফোরামের কেন্দ্রীয় নেতা বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান উল্লেখযোগ্য।
সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন। তন্মধ্যে নৌকার প্রার্থী আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব এমপি, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক উল্লেখযোগ্য।
সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর-গোয়াইনঘাট) আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৪ জন। তারা হলেন-সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, তৃণমূল বিএনপি’র আবুল হোসেন।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী দুই আওয়ামী লীগ নেতাসহ ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিলেট মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী উল্লেখযোগ্য।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ এমপি (নৌকা),স্বতন্ত্র প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন ও তৃণমূল বিএনপি’র চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী (সোনালী আঁশ) ও জাতীয় পার্টির সাবেক এমপি সেলিম উদ্দিন (লাঙ্গল) উল্লেখযোগ্য।
সুনামগঞ্জের ৫টি আসনে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-মধ্যনগর-ধর্মপাশা-তাহিরপুর) আসনে ৯ জন। তারা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রনজিত চন্দ্র সরকার। তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও মো. সেলিম আহমদ।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী), স্বতন্ত্র হয়েছেন বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি মো. সামছুল হক চৌধুরী।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তবে তাঁর সঙ্গে আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হননি।
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে ৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল কবীর ইমন ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান এমপি পীর ফজলুর রহমান।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক।
মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মৌলভীবাজার- ১ আসনে বর্তমান এমপি মো. শাহাবুদ্দিনসহ মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৫ প্রার্থী।
মৌলভীবাজার-২ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। এছাড়া তৃণমূল বিএনপির এম এম শাহীন উল্লেখযোগ্য।
মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমানসহ ১১ জন মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম সিআইপি ও সাদেক আহমদ।
মৌলভীবাজার-৪ আসনে ৬ প্রার্থী মোট মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে ছয়বারের সংসদ সদস্য সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।
হবিগঞ্জে ৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ৫ জন প্রার্থী। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী, স্বতন্ত্র হয়েছেন আওয়ামী লীগ নেত্রী প্রার্থী অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, কেন্দ্রীয় যুবলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য শাহেদ গাজী।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান ও জাতীয় পার্টি নেতা শংকর পাল।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট মো. আবু জাহির ছাড়াও জাপা ও জাকের পার্টির প্রার্থী রয়েছেন।
হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান এমপি অ্যাডভোকেট মো. মাহবুব আলী, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুবলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সূত্র: বাংলানিউজ