• ডিসেম্বর ৩১, ২০২৩
  • লিড নিউস
  • 105
সিলেটে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি, পটকা, ফানুস ওড়ানো নিষিদ্ধ

নিউজ ডেস্কঃ বর্ষপঞ্জিকা থেকে বিদায় নিচ্ছে ইংরেজি নববর্ষ ২০২৩। সোমবার (১ জানুয়ারি) শুরু হচ্ছে নতুন বছর ২০১৪ সাল।

বছরের শেষ রাতটিকে পশ্চিমা কালচারে ‘থার্টিফার্স্ট নাইট’ উদযাপন করে থাকে দেশের মানুষ। সে সুবাদে নতুন বছরকে স্বাগত জানাতে নানা আয়োজন হয়ে থাকে নগর-শহরে। পটকা ফোটানো, আতশবাজি, ফানুস ওড়ানোসহ নানাভাবে উদযাপন করা হয়ে থাকে থার্টিফার্স্ট নাইট।

যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। তাই এবার থার্টিফার্স্ট নাইট উদযাপনে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট জেলা প্রশাসন।

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ ডিসেম্বর রাতে ‘থার্টিফার্স্ট নাইট’ (ইংরেজি বর্ষবরণ) উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত ৫ ডিসেম্বর সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট জেলার জনসাধারণের জনস্বাস্থ্য রক্ষা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের লক্ষ্যে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে আগামী ১ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত আতশবাজি, পটকাবাজিসহ আগুন দ্বারা ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এ আদেশ আমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।