- জানুয়ারি ৯, ২০২৪
- জাতীয়
- 97
নিউজ ডেস্ক: গত এক বছরে (২০২৩ সালে) র্যাবের হাতে শতাধিক জঙ্গি গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানায়, এর মধ্যে ৯ জন জঙ্গি আত্মসমর্পণ করেছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে র্যাবের সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২৩ সালে বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা থেকে শুরু করে শতাধিক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জঙ্গিবাদ থেকে স্বেচ্ছায় র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে ৯ জন জঙ্গি।