- জানুয়ারি ১১, ২০২৪
- শীর্ষ খবর
- 179

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আরজান মিয়া (১৬) নামে এক চালককে হত্যা করে তার ব্যাটারি চালিত ইজিবাইকটি নিয়ে গেছে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার ফুনাতলা বন্দের খাল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আরজান জেলার বানিয়াচং উপজেলার চানপাড়া গ্রামের বশির মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সকালে কিশোর আরজান তার বাবাকে ইজিবাইকে করে হাওরের ধানক্ষেতে নামিয়ে দিয়ে ট্রিপ দিতে যায়। দুপুর ২টার দিকে শিবপাশা সড়কের ফুনাতলা বন্দের খাল এলাকায় তার মরদেহ পাওয়া যায়। আর খুঁজে পাওয়া যায়নি তার ইজিবাইকটি।
আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আরজান মিয়াকে হত্যা করে তার ইজিবাইকটি নিয়ে গেছে। খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।