- ফেব্রুয়ারি ৬, ২০২৪
- রাজনীতি
- 125
নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে ছোড়া মর্টাল শেল বাংলাদেশে পড়ে দুজন নিহত ও সীমান্তে টানা উত্তেজনা নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অবস্থানকে নতজানু পররাষ্ট্র নীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে বিএনপি।
দলটির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজীভ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘এই সরকারের অন্তঃসারশূন্য বক্তব্য এবং রাষ্ট্রীয়ভাবে তীব্র প্রতিবাদ জানানো ও কার্যকর রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে দ্রুত পরিস্থিতি মোকাবেলার পরিবর্তে শুধু ধৈর্য ও সংযম প্রদর্শনের অবস্থান গ্রহণ নতজানু পররাষ্ট্র নীতির বহিঃপ্রকাশ।’
তিনি বলেন, ‘সরকার সীমান্ত নিরাপত্তা ও স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে। তারা অনির্বাচিত বলেই সাহস করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। আজকে অন্য দেশের দ্বারা আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন।’
বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনার অপরিণামদর্শিতার কারণেই বাংলাদেশের ভূখণ্ডে এক বড় সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর এই দীর্ঘকাল অবস্থান একটি নতুন মানবিক সংকট হিসেবে বিদ্যমান।’
রিজভী বলেন, ‘কয়েক বছর ধরে রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকার ক্রমাগত কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সার্বভৌমত্বের লঙ্ঘন করে দেশের মানুষকে হত্যা করা হলেও ভীত-পরনির্ভরশীল সরকার বলছে ধৈর্য ধরতে হবে।’