- ফেব্রুয়ারি ১৫, ২০২৪
- শীর্ষ খবর
- 82
নিউজ ডেস্ক: সিলেটের ৫০ জন নারী উদ্যোক্তাদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচী এবং কর্মশালা করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সীমান্ত ব্যাংকের সিলেট শাখার হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সীমান্ত ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক তারেক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট উইমেনস চেম্বারের পরিচালক তপতী রানী দাস ও সুরমা সিকিউরিটিজের পরিচালক লায়নস সানজিদা খানম।
প্রধান বক্তা হিসেবে কর্মশালা পরিচালনা করেন সীমান্ত ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিভাগের প্রধান এবং এসএমই বিভাগের কর্মকর্তা সঞ্জয় পাল।
কর্মশালায় সিলেট উইমেনস চেম্বারের ৩০ জন নারী উদ্যোক্তা ও অন্যান্য আরও ২০ জন সফল নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় নারী উদ্যোক্তারা ব্যাংক ঋণ নিতে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
সীমান্ত ব্যাংকের এই কর্মশালায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং কার্যক্রমে অন্তর্ভুক্তিকরন, ব্যবসায় অর্থসংস্থান, ব্যাংক ঋণ নেওয়ার ক্ষেত্রে সঠিক ডকুমেন্টেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তা খালেদা আক্তার, সাবিলা কান্তা, রেহানা আফরোজ খান, সৈয়দা রাবেয়া আক্তার রিয়া, পিংকি রোজারিও রোজ, মোছা. শামছুন্নাহার সোমা, মাহবুবা চৌধুরী, জান্নাতুল রেশমা, শারমিন জুই প্রমুখ।