- ফেব্রুয়ারি ২০, ২০২৪
- শীর্ষ খবর
- 79
নিউজ ডেস্ক: সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় বকেয়াধারী এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করন অভিযান পরিচালনা করেছে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২। এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের জন্য একটি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ২৩ হাজার ৮৫ টাকা ক্ষতিপূরণ ও জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাও কারা হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মহানগররের বালুচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, সিলেট মহানগরের শান্তিবাগ, বালুচর এলাকায় শেখর পালের মালিকানাধীন একটি পাইপ ফ্যাক্টরিতে বিদ্যুৎ কারচুপির দায়ে সংযোগবিচ্ছিন্ন করাসহ বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করা হয়। এসময় প্রতিষ্ঠান থেকে ১৮ ঘোড়ার ১ টি মোটর, ১৫ ঘোড়ার ১ টি মোটর, ১০ ঘোড়ার ১ টি মোটর, ৭.৫ ঘোড়ার ১ টি মোটর ও ১ ঘোড়ার ৪ টি মোটর জব্দ করা হয়। এছাড়া প্রতিষ্ঠানকে ১৯ লাখ ২৩ হাজার ৮৫ টাকা ক্ষতিপূরণ ও জরিমানা করা হয়।