- মার্চ ৩, ২০২৪
- লিড নিউস
- 119
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
রোববার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার আউশকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার মিটামইন উপজেলার বাসিন্দা আব্দুল হাকিম (৩৮) ও মুলচান বিবি (৫০)। তারা পেশায় শ্রমিক ছিলেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা নবীগঞ্জের আউশকান্দি থেকে শায়েস্তাগঞ্জ যাচ্ছিল। পথে অটোরিকশাটিকে সিলেটগামী একটি ট্রাক চাপা দেয়। এতে আব্দুল হাকিম ও মুলচান বিবি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠায়।
আব্দুল হাকিম ও মুলচান বিবি মৌলভীবাজারে শ্রমিকের কাজ করতে এসেছিলেন। কাজ শেষে রোববার বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে সড়ক দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যানজাট সৃষ্টি হয়। পরে পুলিশের ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।