- মে ১০, ২০২৪
- শীর্ষ খবর
- 83
শাবি প্রতিনিধিঃ স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যকে সামনে নিয়ে এবং একাডেমিক সনদ প্রাপ্তিকে সহজ করতে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ই-সাইন সার্টিফিকেট চালু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।
শুক্রবার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এ সাটিফিকেট কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, দেশের অনেক কিছুরই প্রথম শাহজালাল বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ই-সাইন সাটিফিকেট চালু করেছে শাবিপ্রবি। এখন থেকে শিক্ষার্থীরা ঘরে বসে দেশ-বিদেশের যেকোনো জায়গা থেকে কোনো রকম ভোগান্তি ছাড়াই সনদ নিতে পারবে। পাশাপাশি এ সনদপত্র বিশ্বের সব বিশ্ববিদ্যালয়, ভিসা ইস্যুকারী অ্যাম্বাসিসহ যেকোনো কর্তৃপক্ষ অবিলম্বে ভেরিফাই করতে পারবে। কেউ চাইলেও জাল সনদ তৈরি করার কোনো সুযোগ পাবে না।
উপাচার্য আরও বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শাহজালাল বিশ্ববিদ্যালয় শতভাগ ডিজিটাল হিসেবে রূপান্তরের লক্ষ্যে আগাচ্ছে। ফলে আজকের এ যুগান্তকারী উদ্যোগ এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশ্ববিদ্যালয় এগিয়ে প্রত্যয় নিয়ে উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম এখন ডি-নথির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এপিএ র্যাংকিংও এ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় অবস্থানে রয়েছে। পাশাপাশি বিশ্ব র্যাংকিংয়ে এগিয়ে যেতে বিশ্ববিদ্যালয়ে ডিস্টিংগুইশ প্রফেসর নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি আগামী এক বছরে ৩’শ এর মধ্যে চলে আসবে শাহজালাল বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজা সেলিমের সভাপতিত্বে এবং আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, রিলিফ ভ্যালিডেশন লিমিটেডের সিইও রাশেদ মাহমুদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক মো. মুজিবুর রহমান।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতারা, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন দপ্তরের প্রধান, প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেশের একমাত্র ডিজিটাল সনদ প্রত্যয়নকারী কর্তৃপক্ষ আরভিএল’র ই সাইন সাটিফিকেট প্রদানের লক্ষ্যে সঙ্গে চুক্তি করে শাহজালাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্দেশিত পদ্ধতির মাধ্যমে এ সার্টিফিকেট গ্রহণ করতে পারবে।