- মে ১২, ২০২৪
- শীর্ষ খবর
- 117
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ মে) দুপুরে সদর হাসপাতাল থেকে ব্যান্ডপার্টিসহ একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে সদর হাসপাতালের মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান।
বক্তব্য রাখেন, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক ডা. রুপালী রায়, সিনিয়র স্টাফ নার্স আমেনা বেগম ও উপসেবা তত্বাবধায়ক বুরহান উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা জানান, চিকিৎসক এবং নার্সদের প্রধান কাজ নিজের পেশাদারিত্ব বজায় রেখে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়া। রোগীর স্বজন এবং রোগীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। একজন নার্স-ব্রাদার তার দায়িত্ব সঠিক ভাবে পালন করলেই সরকার যে লক্ষ্যে কাজ করছে তা নিশ্চিত হবে।