- মে ১৫, ২০২৪
- শীর্ষ খবর
- 99
নিউজ ডেস্কঃ দলীয় নির্দেশনা না মেনে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় সিলেট বিভাগের আরও ৭ নেতানেত্রীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় নির্দেশনা না মেনে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অংশ গ্রহণ করায় সারা দেশের ১১২টি উপজেলা থেকে ৫২ জন নেতাকে বহিষ্কার করেছে দলটি। এর মধ্যে সিলেটের ৭ জন।
সিলেট বিভাগের ৭ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন।
বুধবার (১৫ মে) এক বিবৃতিতে এই তথ্য জানায় দলটি।
বিবৃতিতে জানানো হয়, ২০২৪ সালের ৩য় ধাপে ১১২টি উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করায় ৯ সাংগঠনিক বিভাগ থেকে ৫২ জনকে বহিষ্কার করা হয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন- বালাগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সেবু আক্তার মনিকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।