• জুন ২০, ২০২৪
  • জাতীয়
  • 53
মায়ানমার থেকে গুলি এলে পাল্টা গুলি চালাব : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মায়ানমার আর্মি ও আরাকান আর্মিকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা যাতে বাংলাদেশের দিকে আর গুলি না চালায়। তা না হলে আমরাও পাল্টা গুলি চালাব। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে হলে আমাদের এলাকায় নাফ নদী কিছু নাব্য হারিয়েছে। কাজেই সেখান দিয়ে আমাদের নৌ চলাচল করতে পারে না, তাই মায়ানমারের অংশ দিয়ে যেতে হয়। যে কারণে এই বিপত্তিটা ঘটেছে।’

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে মায়ানমার, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের সম্পদ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেনজীর আহমেদ মিশনে বিদেশে বহু বছর ছিলেন। সেই মিশন থেকে তিনি কত টাকা এনেছেন, এসব তাকে বলতে হবে। সেই টাকা কতগুণ বৃদ্ধি পেয়েছে, সেগুলো তিনি জানেন, আমরা জানি না। যেহেতু তার নামে অভিযোগ এসেছে, তিনি এর জবাব দেবেন। আগে অভিযোগ প্রমাণিত হোক, তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটা সরকার নেবে।’

ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের সম্পদ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘এখন পর্যন্ত কোনো মামলার ওয়ারেন্ট কপি আমাদের কাছে আসেনি। যতদূর জানি অনুমানভিত্তিক কথাবার্তা চলছে। তার বিরুদ্ধে (আছাদুজ্জামান) সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। তাকে এখনো ডাকা হয়নি। নিশ্চয়ই তার কোনো ব্যাখ্যা রয়েছে। নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে। তাকে কথা বলার সুযোগ দিতে হবে। সুযোগ পেলে তিনি আসবেন, কথা বলবেন, তাহলেই বোঝা যাবে তার সম্পদ কতখানি অবৈধ, কত সম্পদ তিনি বৃদ্ধি করেছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ থেকে ১০ বছর আগে যে জমির দাম ১০ লাখ টাকা ছিল, সেই জমির দাম এখন ২ কোটি বা ৪ কোটি টাকা হয়েছে। বহুগুণ বেড়েছে সম্পদের মূল্য। সে জন্যই যার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাকে এসে উত্তর দিতে হবে। তিনি যদি ব্যাখ্যা দিতে পারেন তাহলে সব কিছুই মিটমাট হয়ে যায়। তারা (বেনজীর ও আছাদুজ্জামান) এসবের জবাব দেবেন, যদি জবাব দিতে না পারেন, তখন তাদের দুর্নীতিবাজ বলা যাবে, তার আগে নয়।’

মায়ানমার ইস্যুতে তিনি বলেন, ‘মায়ানমারে বিভিন্ন জাতি-গোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। যতদূর শুনেছি আরাকান রাজ্যে আরাকান আর্মি অনেক এলাকা দখল করে নিয়েছে। সে জন্য মায়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) আত্মরক্ষার্থে আমাদের এলাকায় পালিয়ে আসছে। তারা মাঝে মাঝে ভুল করে আমাদের বিজিবির দলের ওপর গুলি করে। তাদের জানিয়েছি; তারা বলেছে, সুনির্দিষ্টভাবে বাংলাদেশের পতাকা যেন উড়িয়ে যায়, তাহলে আর কেউ গুলি করবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এখানে মায়ানমারের যে দুটি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গেছে। আমরা আশা করছি, সেখানে আর গুলি হবে না। তারপরও আমাদের যারা ওই পথ দিয়ে যাতায়াত করছেন, তারা সাবধানতা অবলম্বন করবেন।’

এমপি আনার হত্যা বিষয়ে অপর প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খান বলেন, ‘তদন্ত শেষ হলে সব বলতে পারব। ডিবি সুষ্ঠু ও স্বাধীনভাবে কাজ করছে।’