- জুন ২৫, ২০২৪
- জাতীয়
- 51
নিউজ ডেস্ক: ঈদুল আজহায় সড়ক যাত্রায় গত ১৩ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ১২ দিনে ২১৬টি দুর্ঘটনা ঘটে। এত নিহত হয়েছেন ২১৫ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ২৭৮ জন ৷ এ হিসাবে গড়ে প্রতিদিন ১৮টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন৷
মঙ্গলবার (২৫ জুন) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
এসময় তার সঙ্গে ছিলেন বিআরটির রোড সেফটি শাখার পরিচালক মাহবুব-ই রব্বানী৷
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ঈদুল আজহার আগে ১১ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ছয় দিনে ১১২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০৯ জনের৷ প্রতিদিন গড়ে ১৮ জন নিহত হয়েছেন৷ ঈদের পরে ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত সাত দিনে ১২১টি সড়ক দুর্ঘটনায় ১২৩ জন নিহত হয়েছেন৷ ঈদের দিন ২০টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন৷
বিআরটির পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬০টি দুর্ঘটনায় ৫৮ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছেন৷ সবচেয়ে কম সিলেট বিভাগে ৭টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন৷
এ পরিসংখ্যান বলছে, ঈদযাত্রায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল যাত্রায়৷ মোটরসাইকেল যাত্রায় ৫০ জনের প্রাণ গেছে, শতকরা হিসেবে ৩৪ দশমিক ৭২ শতাংশ৷ বাস, মিনিবাস দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন; শতকরা হিসেবে ৬ দশমিক ২৫ শতাংশ। অটোরিকশা দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন, শতকরা হিসেবে ১৩ দশমিক ৮৯ শতাংশ৷
ঈদযাত্রাকে কেন্দ্র করে গত ১৩ জুন থেকে ২৪ জুন পর্যন্ত বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৬৪ জেলার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সারা দেশে মোট ৩ হাজার ৩৩৯ টি মামলায় ৮৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়৷ এ সময়ে ৫৭টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে৷