- আগস্ট ১১, ২০২৪
- আন্তর্জাতিক
- 81
আন্তর্জাতিক ডেস্কঃ ছাত্র-জনতার বিক্ষোভের মুখে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
পাশাপাশি তিনি বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ ধরনের বিদেশি শক্তির দ্বারা ‘ব্যবহৃত’ না হওয়ার জন্য সতর্ক করেছেন।
রবিবার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১০ আগন্ট) দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় শেখ হাসিনা এসব কথা বলেছেন।
বার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম, তাহলে ক্ষমতায় থাকতে পারতাম।’
শেখ হাসিনার সরকারের সঙ্গে অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন চলছিল।
এ বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা জানিয়েছিলেন, বাংলাদেশের ভূখণ্ডে বিমানঘাঁটি স্থাপনের অনুমতির বিনিময়ে নির্বিঘ্নে তাকে ক্ষমতায় রাখার প্রস্তাব দিয়েছিলেন এক শেতাঙ্গ ব্যক্তি।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি বলেছেন, ‘আমি পদত্যাগ করেছি যেন আমাকে আর লাশের মিছিল দেখতে না হয়। তারা তোমাদের (শিক্ষার্থীদের) লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি তা করতে দেইনি। হয়তো আজ যদি আমি দেশে থাকতাম তাহলে আরও মানুষ প্রাণ হারাতো, আরও সম্পদ ধ্বংস হয়ে যেত।’
তিনি বলেছেন, ‘আমি শিগগিরই ফিরব, ইনশাআল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছেন বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম, আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি, তখন আমি নিজে থেকে সরে গিয়েছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী সেখানে (দেশে) আছেন, তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, ‘আমি তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার কথাগুলো বিকৃত করা হয়েছে। একটি মহল সুযোগ নিয়েছে।’
তিনি আগামী সপ্তাহে ভারত থেকেই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন বলে প্রিন্টের প্রতিবেনে জানানো হয়েছে। সূত্র: দ্য প্রিন্ট