- আগস্ট ১৪, ২০২৪
- হবিগঞ্জ
- 12

হবিগঞ্জ প্রতিনিধিঃহিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ এবং নৈরাজ্যের অবসান চেয়ে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও গত ১১ আগস্ট মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণের জেরে গত ১৩ আগস্ট হবিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়সেন দাশের বাড়ীতে হামলা, লুটপাট ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ১১টায় হবিগঞ্জ শহরতলীর যশেরআব্দা এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতনের প্রতিবাদে ও আট দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশের ন্যায় হবিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করে।
এই আয়োজনে হবিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়সেন দাশের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই এতে করে ক্ষেপে গিয়ে স্থানীয় মৌলবাদী সন্ত্রাসীরা একটি বিশাল দল নিয়ে যশেরআব্দা এলাকায় জয়সেন দাশের বাড়িতে হামলা, লুটপাট চালায়। এসময় বাসায় অবস্থানরত তার পরিবারের সদস্যদের উপরে নির্যাতন চালায় উগ্রবাদীরা।
এ ব্যাপারে হবিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়সেন দাশের স্ত্রী ঊষা রানী দাশ বলেন, রাতে হঠাৎ এসে একদল লোক আমাদের বাসায় হামলা চালায়। তখন আমার স্বামী জয়সেনের নাম ধরে তারা ডাকাডাকি করলে আমি বলি তিনি বাসায় নেই। তখন তারা বলে আমার স্বামী ঘরে লুকিয়ে আছে। এই বলে তারা ঘরের ভিতর ডুকে তাকে খোঁজার নামে ভাংচুর ও লোটপাট করে। তখন আমি ভয়ে আমরা ছোট বাচ্চা ও বৃদ্ধ শ্বাশুড়িকে নিয়ে ঘর থেকে বেড়িয়ে যাই। পরে আমাদের শোর চিৎকার শুনে পাড়া প্রতিবেশিরা চলে আসলে হামলাকারীরা চলে যায়। থানায় কল দিলেও তখন কেউ কল ধরেনি।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘ আমরা একটি হামলার খবর শুনেছি। কিন্তু সে জায়গায় পরিদর্শনের পরিস্থিতি বর্তমানে নেই। কারণ ৫ আগস্টের পর থেকে থানার কার্যক্রম বন্ধ ছিল। ১১ আগস্ট সকাল থেকে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। থানার কার্যক্রমে ১২ জন আনসার ও ২০ জন সেনাবাহিনীর সদস্য সহযোগিতা করছেন। তবে দ্রুত মাঠ পর্যায়েও কাজ শুরু করবো। এরপর এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।’