- আগস্ট ১৯, ২০২৪
- লিড নিউস
- 44
নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী রুদ্র সেনকে (২২) হত্যার অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আব্দুল মোমেনের আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবি শাখার সমন্বয়ক হাফিজুল ইসলাম (২৪) বাদী হয়ে এ মামলা করেন।
আদালতে জমা দেওয়া এজাহার অনুসারে, এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সিলেট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, শাবিপ্রবির সদ্য সাবেক উপাচার্য, সাবেক একাধিক সংসদ সদস্য, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী আব্দুর রব জানিয়েছেন, আদালত অভিযোগটি এফআইআর হিসেবে নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী হাফিজুল ইসলাম খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা চাই সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যেন আমাদের ভাই রুদ্র হত্যার বিচার করা হয়।’
গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়।
সেদিন পুলিশের ধাওয়ায় নিরাপদ আশ্রয়ের জন্য কয়েকজন বন্ধুর সঙ্গে সিলেট নগরীর সুরমা আ/এ এবং বাগবাড়ী এতিম স্কুলের রোডের সংযোগস্থল খাল পার হতে গিয়ে ডুবে মারা যান রুদ্র।