- সেপ্টেম্বর ১, ২০২৪
- শীর্ষ খবর
- 12
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সিলেট মহানগর বিএনপির উদ্যোগে রবিবার (০১ সেপ্টেম্বর) বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিগত ছাত্র-আন্দোলনে নিহতদের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা ও দেশের পানিবন্দি সকল মানুষসহ দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুর্শেদ আহমদ মুকুল, হুমায়ুন আহমেদ মাসুক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, ডা. আশরাফ আলী, মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ওয়ার্ড বিএনপির সভাপতিদের মধ্যে আব্দুর রহিম মল্লিক, মোঃ লুৎফুর রহমান মোহন, মোঃ তারেক খান, সবুর আহমদ, মিজান আহমদ, মোঃ নাজিম উদ্দীন,কাজী মহিবুর রহমান,শাহজাহান মিয়া, আলী আহমদ, মহানগর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকদের মধ্যে থেকে মোঃ রফিকুল ইসলাম রফিক, সৈয়দ লোকমানুজ্জামান, নজরুল ইসলাম, সৈয়দ রহিম আলী রাসু, আবু সাঈদ তায়েফ, রুবেল বক্স, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদকদের মধ্যে মহিবুর রহমান মুহিব, জাহেদ আহমদ, মতিউর রহমান শিমুল, এবি মজুমদার রনি, রাসেল খান, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি প্রমুখ।