• সেপ্টেম্বর ২৫, ২০২৪
  • শীর্ষ খবর
  • 14
‘হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিউজ ডেস্কঃ হবিগঞ্জ জেলার বিতার্কিকদের সংগঠন ‘হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি’র (এইচডিএস) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে প্রীতি বিতর্ক ও কেক কাটার আয়োজন করা হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় বাডস স্কুলে সংগঠনের বিতার্কিকরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এরপর প্রীতি বিতর্ক আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির বিতার্কিকরা।

‘এই সংসদ সমন্বয়কদের কাজের অতিমহিমান্বিত করণে অনুতপ্ত’ বিষয়ে এইচডিএস এর সদস্যরা দুটি দলে ছায়া সংসদ বিতর্ক করে। সরকারি দলের বিতার্কিক ছিলেন মুন, মায়াম্মির, জিসান। বিরোধী দলের বির্তাকিক ছিলেন ইফাদ, মাহিন, তানজিম। ছায়া সংসদে স্পিকারের দায়িত্ব পালন করেন হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি’র বিতর্ক পরিচালক বিশাল তালুকদার। বিচারকের দায়িত্বে ছিলেন ক্লাব সদস্য দেবাঞ্জন দত্ত কাব্য ও সোহানুর রহমান নাহিন।

‘হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি’র বিতর্ক পরিচালক বিশাল তালুকদার বলেন, সহশিক্ষা হিসেবে বিতর্কের কোনো বিকল্প নেই। বিতর্ক চর্চা শিক্ষার্থীদের ছোটবেলা থেকে যুক্তি নির্ভর মানসিকতা গড়তে সাহায্য করে। পাশাপাশি ব্যক্তিগত, পেশাগতসহ জীবনের সর্ব ক্ষেত্রে বিতর্ক চর্চা কাজে লাগে।

প্রসঙ্গত, হবিগঞ্জের বিতার্কিকদের মানোয়ন্নন ও দক্ষতা বৃদ্ধিতে এবং হবিগঞ্জ জেলার বিতার্কিকদের বিতর্কে সর্বাত্মক সহযোগিতা করার উদ্দ্যেশ্যে ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি (এইচডিএস)। ইতিমধ্যে সংগঠনটি একাধিক অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও একটি জাতীয় স্কুল-কলেজ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছে।