- সেপ্টেম্বর ২৮, ২০২৪
- শীর্ষ খবর
- 40
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে হাওরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলো, রাধানগর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মো আরফাত তাজ (৫) ও একই গ্রামের ফজলুল ইসলামের ছেলে ইউনুস মিয়া (৫)। তারা সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরফাত ও ইউনুস প্রতিদিনের মতো বাড়ির আঙিনায় খেলা করছিল। হঠাৎ দুই পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুজনের মরদেহ বাড়ির পাশে করচার হাওরের পানিতে ভেসে উঠে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।