- অক্টোবর ৮, ২০২৪
- মৌলভীবাজার
- 22
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলায় চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগানে ঘটনাটি ঘটে।
অভিযুক্ত যুবক সুধীর কর (২৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সুধীর ওই বাগানের অরুন করের ছেলে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যায় শিশুটি (৭) প্রাইভেট পড়া থেকে বাড়ি যাওয়ার সময় পাশের বাড়ির অভিযুক্ত সুধীর কর ভিকটিমকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে মোবাইল দেখিয়ে এবং চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত সুধীর করকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ সকালে অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।