- অক্টোবর ২৭, ২০২৪
- শীর্ষ খবর
- 24
নিউজ ডেস্কঃ সিলেটের ওসমানীনগরে মহাসড়কের পাশে মোটরসাইকেল আরোহীর উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া গেছে। সিলেট শহরের সাঘরদিঘীর পাড় এলাকার আব্দুস সালামের পুত্র রুহুল আমিন (৩০)।
তিনি রবিবার সাকাল ১০টার দিকে সিলেট থেকে মৌলভীবাজারের উদ্যেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে নিয়ন্ত্ররণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে মোটরসাইকেলসহ খাদে পড়ে প্রাণ হারান রুহুল আমিন।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের এস.আই মনিরুল ইসলাম চৌধুরী।
জানা গেছে, দুপুর ১২টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের খাশিকাপন সিলমানপুর এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের পাশে পরিত্যাক্ত অব্যস্থায় একটি মোটরসাইকেল ও পাশ থেকেই লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশে রুহুল আমিন নামের জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে। পুলিশ লাশের পাশে পরে থাকা (সিলেট মোট্রো-ল-১২-২১৫৪) একটি মোটরসাইকেল উদ্ধার করে। মোটরসাইকেলটির বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নি রয়েছে। ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তামাবিল হাইওয়ে পুলিশের এস.আই মনিরুল ইসলাম চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের স্বজনের কাছে লাশ হস্থান্তর করা হবে।